দুহাত ছড়িয়ে
তুমি আকাশ চাও
পাখির ডানায়
তুমি বাতাস চাও
ডুবিয়ে
পাথরফাটা রোদ্দুর বৃষ্টির ছাতা মাথায়
অধিকার চরাচর আশ্রয় মোড়া গাঁথায়  
দিনানুদিনের পাপক্ষয় মঙ্গলময় লগ্ন ধারায় ।

দু’হাত
দ্রবিন দ্রাবিত ভেজা মাটির নিচে বীজের ব্যাপ্তি ধানের ভেতর চালের মুক্তি
আল ক্ষেতের ঢেঁকিতে ঢেঁকিতে ক্ষুধার বৃত্তি সন্ততির বেঁচে থাকার শুক্তি ।


বুদ্ধির ঘাস পাথরে তুমি বেপরোয়া বিপ্লবী হাওয়া মৃত্তিকার  মুগ্ধ ভাপে    
দুচোখ জাগিয়ে ঘামের জলতরঙ্গে কলকারখানার ধ্বনির বাজনার ধাপে
আগামী দিনের মানুষের শিল্পে মানুষ শিল্পপতি
কল্পনার কর্মযোগ বাস্তব পুনবার্সন   প্রতিশ্রুতি ।    


বিকাশ দাস / মুম্বাই