এখন
আমার মা থাকে না আমার কবিতায়
বাস করে না
অসীম সংসারী সকাল সন্ধ্যা মায়ের স্তবগাথা
উপোসী শরীর ঠোঁটে হাসি ফুলের মালা গাঁথা
পুজোর ঘরে   চরাচর শান্তিময় আনন্দ বিহ্বল
বিছিয়ে মাথায়       লালপেড়ে শাড়ির ঢল ।
আশীষভরা গন্ধ উজার হৃদয় জোড়া ঘরবাড়ি ।

এখন
আমার কবিতার শব্দের খাদের কুলে
থাকে আমার বৌ সঙ্গে ছেলেপুলে
স্বাধীন চলা ফেরা সকাল সন্ধ্যা দুপুর রাত্রি
খুচরো খুনসুটির সঙ্গী আমি বাজনা বিহীন চুপযাত্রী ।

যতদিন শিয়রে মা ছিলেন  
আমার ঘর ছিল দুয়ার ছিল ছিল দর্পের    উচ্ছলতা
সমস্ত আকাশ মাটির স্পর্শ জলের স্পর্শের উজ্জ্বলতা
দুহাতে মায়ের চরণ ছুঁয়ে মাথা উঁচু রাখার  সার্থকতা।

বিকাশ দাস / মুম্বাই