বয়সের সঙ্গে হাঁটা পৃথিবীর দীর্ঘতা  
আকাশখোলা মেঘ বারান্দার মুগ্ধতা
উন্মুক্ত বাতাস পরিচর্যার  স্নিগ্ধতা
তাদের হাত ধরে      তাদের কাঁধে চড়ে  
তাদেরই আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে  
ছিলাম আমি।


চাঁদপূর্ণ সুষম রাত্রি সূর্যঘেরা ভোররের শুভ্রতা
কুয়াশার প্রাঙ্গণ শীতলাগা   রোদ্দুরের উষ্ণতা
নিদাঘলাগা বর্ষার ধারা বসন্তের   গৈরিকতা
সুনসান বন অরণ্য গাছগাছালির বৃষ্টির মাদকতা
দেওয়ালজোড়া চোখে চোখে সম্পর্কের আলেখে
ছিলাম আমি।

যেমন যেমন ...
নদীর জল সাগরের তলে তলে সবার অগোচরে তলিয়ে যাচ্ছিলো
সুখ লাগা দুখের বলির বাজনায় সময়ের বয়স হারিয়ে  যাচ্ছিলো ।


কাল...
এই সবুজ লাগা মাটির     বসুন্ধরায়  
এই নিশীথ জাগা আকাশ  সপ্ত ত্বরায়
এই কিংবদন্তি আলো   অন্ধকারের ঝংকারে
ছিলাম আমি।
তাদের সান্নিধ্যে বর্ণময় সুখশান্তির পারাপারে
তাদের বাসিন্দা সব দিনের সব তীর্থ খামারে;
ছিলাম আমি।


আজ ...
আমি সর্বংসহা  আমার দু হাত ভারি
ভুবনডাঙায় আমার একার বাসাবাড়ি।


বিকাশ দাস
মুম্বাই
২৬/১২/২০১৫