বলো বলো রক্ত করবী
তুমি কেন চুপিচুপি বঁধূর আঁখির কোনে জেগে থাকো সারা রাতি ।


কভুবা চন্দ্রাঘাত আলোয়
কভুবা শ্যামলিমা কালোয়
নেচে নেচে যাও বেগমতি স্রোতে নদী সৌরভে দেহ মাতি ।


দীঘল প্রাঞ্জল       কুঁচকালো কবরী
উড়িয়ে দিগন্তে কমসিন লাল চুনরি
তাপভেজা উচ্ছল নিশীথে
লাজরাঙ্গা কনে আমি যে লাজে মরি ।


কভুবা শ্যামশিখা অনলে
কভুবা ছায়াময় পরোলে
নেচে নেচে যাও  বেগমতি স্রোতে নদী সৌরভে দেহ মাতি ।


বিকাশ দাস / মুম্বাই