চলছি আমি বাঁধাহীন গন্তব্যে,
পরিচিত মুখগুলো আজ চুপসে থাকে।
না চেনার ভানে তাকিয়েও মাথা অন্য পাশে ঘুরে চলে।
রঙিন মলাটে আলপিন লাগার মুহূর্ত,
কতশত মন মাতানো একই সুর করে গান গাওয়া,
অবসরের বিকালে নদীর ধারে বসে স্রোতের খেলা দেখা।
এতসব ভালো লাগা মুহূর্ত কোথায় হারালো!!
ভেবে হই ব্যাকুল,হারিয়ে ফেলি চেতনা।