একাত্তরের মৃত্যু কথা যাইনি কভু ভুলে,
পাক বাহিনীর বর্বরতা ছিল বিজয়ের মূলে।
রক্তখেকো শকুনেরা হাটছিল রাজপথে,
বাংলা মায়ের সন্তানেরা চলছিল একসাথে।
কত জীবন হলো যে ক্ষয় হিসেব মেলা ভার,
কান্না আর বেদনার্ত মজলুমের চিৎকার।
লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীন দেশ,
বাংলা আমার প্রাণের আলো বাংলা-ই সর্বশেষ।
নয় মাসের বেদনা ইতিহাসে লেখা,
হোক নতুন করে শপথ নিয়ে বাংলাদেশকে দেখা।
বিশ্ব দরবারে উঁচু থাকুক বাংলা মায়ের মুখ,
ছেয়ে যাক আলোর ধারা থাকুক প্রাণে সুখ।