তোমার কাছে বর্ষা একটা ঋতু
তোমার কাছে বর্ষা একটা সময়
খাল বিল  থৈ থৈ ব্যাঙের ডাক সাপের ভয়
নদীর ভয়ঙ্কর রূপ
এক হাটু কাদা রাস্তা
তোমার কাছে বর্ষা মানেই খিচুড়ি হাঁসের ডিম
বৃষ্টিভেজা পাখি
তোমার কাছে  বর্ষা একটা চিত্র
গায়ে  জল চোয়ান গরু-ছাগল রাখাল
ভেজা কাপড়ে চাষী বঊয়ের  ঘরে ফেরা
তোমার কাছে বর্ষা একটা কবিতা
ঘন বৃষ্টি বিন্দু
তোমার কাছে বর্ষা বেঁচে থাকার লড়াই
সবুজ ধানক্ষেত
একটা গতি
বাঁধ ভাঙা ঢেউ
তোমার কাছে বর্ষা একটা জীবন
আমার কাছে বর্ষা
রাস্তায় এক হাঁটু জল
বাস না  পাওয়া  অফিস যাত্রী
বর্ষাতির  ভিতরে নিজেকে লুকিয়ে রাখা
আমার কাছে বর্ষা
অকাজের দিন
শহরটা ছাতায় ঢাকা
সম্পূর্ণ থামা
আমার কাছে বর্ষা
ফুটপাত গৃহহারা
বৃষ্টি  ঘামে  বাস থেকে নামা
আমার কাছে বর্ষা
টিভিতে  ভেসে যাওয়া গ্রাম দেখা
হাজারও  মিথ্যে  শেখা


আমার কাছে
            তোমার কাছে
                         আমাদের কাছে
                                        বর্ষা
                                           একা
                                                একা।