আমরা আস্তে আস্তে নক্ষত্রের কাছে যাচ্ছি /চাইছি পতঙ্গের মতন ডানা /দ্রুত ওপরে তুলে যে হাত নষ্ট, ফিরে পেতে চাই তার সব অধিকার /তোমার কথায় মাথার ঘাম পায়ে ফেলে আজ আর ছোট করবো না নিজেকে /শুধু দেখতে চাই তোমার ঘরে ফেরার সমস্ত পথ রাত্রির সামনে দাঁড়িয়ে /দেখতে চাই অধিকার হারানোর ভয় তোমাকে নিয়ে যাচ্ছে রাস্তায় /আর আমাদের গলিত হাতের মুঠো হচ্ছে শক্ত /একটু একটু করে কাটছে ভয় /বুঝেছি তখনই রাস্তা কারও একার নয়।