আমার ভাষা আমার প্রাণের শিকড় /
আমার ভাষা আআমার মায়ের মুখের কথা /
হে আমার মাতৃভাষা হে আমার মা আমরা ধন্য---
ধন্য আমার তেঁতুল বটের ছায়া /
ধন্য আমার গোবর নিকানো উঠোন /
হে আমার সুনীল আকাশ হে আমার আকাশের সূর্য
তোমরা সাক্ষী সাক্ষী রাজপথ/                                                                        হে আমার বাংলার অহংকার /
হে আমার ভাষা শহীদ তোমাদের প্রণাম/
ধন্য বরকত ধন্য সালাম /                                                                                     পৃথিবী আজ ধন্য শুধু তোমাদের  জন্য /
হে আমার একুশে ফেব্রুয়ারী তুমি ধন্য - - - - - -
বাংলা তুমি স্বয়ংসিদ্ধা/
কোটি কোটি বাংলা ভাষী তোমাকে জড়িয়ে রেখেছে
গভীরে গোপনে হৃদয়ের মাঝখানে /  
ধন্য একুশে ফেব্রুয়ারী তুমি ধন্য /
আমরা বাঙালি ধন্য শুধু তোমারই জন্য - - -