ঘোষেদের ছোট ছেলে শান্ত বাপন /দেখলো ঘুমের ঘোরে আজগুবি স্বপন /সূর্য টা নিভু নিভু চাঁদে লেগেছে ঘুন/মঙ্গলে ছুটছে সবাই পৃথিবীতে লেগেছে আগুন /লেজ তুলে ছুটছে বাঘ গাধা গরু/প্রান নিয়ে ব্যস্ত মনে যারা ভীরু /চারিদিকে হৈ হৈ রব গেল সব গেল /আনন্দে ধুঁকছে যারা আধ পেটা খেয়ে ছিল /কাছা হাতে ছুটছে নরহরি মাস্টার /ছাতা ছড়ি গড়া গড়ি হুঁস নেই তার/দীননাথ পুরোহীত ছোটে পাঁজি হাতে /খোয়া গেলে ভয় তার মরবে সে ভাতে/ছুটছে দিন রাত সব অবিরাম /ভাবে জমি জমা টাকা কড়ি কারো কোন নেই দাম /পরিণাম সব শেষ তবে কেন এতো দ্বেষ /মিলে মিশে থাকি সব ভুলে গিয়ে বিদ্বেষ /স্বপ্নের বিরতি শুনে মায়ের ডাক /উৎসুক চোখ দেখে সব আছে ঠিকঠাক।