জোড়াসাঁকোর ঠাকুর রবি হলেন গুরু বিশ্বকবি /ছোট গল্প গান কবিতা বাংলা সাহিত্যের তিনিই দাতা /গীতাঞ্জলি লিখে তিনি 1913 সনে বিশ্বখ্যাত হলেন কবি দেশে নোবেল এনে /ছাতিম তলায় শিক্ষা থেকে শুরু তাঁরই বিশ্বভারতী/শান্তি নিকেতনে গিয়ে দ্যাখো কবির সেই শিল্প সৃষ্টির খ্যাতি /জালিওয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবি নাইট উপাধি ত্যাগ করে জানিয়ে ছিলেন প্রতিবাদী দাবি। দেশপ্রেমিক রবি ঠাকুর স্বাধীনতার তরে গেয়ে ছিলেন নিজ কণ্ঠে : যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। 'ভ্রাতৃত্ব বোধ দৃঢ় করতে বেঁধে ছিলেন রাখি /কর্তার ভূত গল্প লিখে বুঝিয়ে ছিলেন কোনটা আসল কোনটা মেকি। 1941 সালের 22শে শ্রাবণ আমরা হলাম দিকশূণ্য স্বজন হারা নিঃস্ব তনু মন। হলফ করে বলতে পারি উচ্চ করে শির বিবেকানন্দ নেতাজি নজরুল রবীন্দ্রনাথই শ্রেষ্ঠ সন্তান এ মাতৃ ভূমির। থাকতো যদি রবিঠাকুর 15ই আগষ্ট স্বাধীনতার দিনে ভারত ভেঙে ভাগ করাটা নিতেন নাকো মেনে।