চন্দ্রালোকিত রাতের শোভা
দেখতে অপরুপ
জ্যোৎস্না রাতের রুপ-মাধুরী
লাগছে ভালো খুব।
পথ ঘাট মানব শূন্য
ঝিরিঝিরি বাতাস
চাঁদ লুকালে মেঘের তলে
মনটা আমার ফ্যাকাশ।
জ্যোৎস্না রাতের সিগ্ধ আলো
অচিন অনুভব
নির্জন সন্ধায় ঝিঝির ডাকে
ভুলে যাইতো সব।
জ্যোৎস্না রাতে চাঁদের সাথে
মেঘের একি খেলা
দেখছি বসে আমি একা
জোনাকির ঐ মেলা।