নির্ঘুম সকাল আমার
কেটে গেল একা,
অপলক চাহনিততে
এ ধরনী দেখা।
বইছে বুঝি অবিরল
ঝিঝিঝিরি হাওয়া,
শুনছি আমি মিষ্টি সুরে
পাখির গান গাওয়া।
রোজ সকালে তুলি গোলাপ
হাতে ফুটে কাটা,
লাগে ভালো ভোর বেলাতে
ঘাসের উপর হাটা।
কুয়াশাতে হাটি আমি
পথ খুজে পাইনা,
প্রান জুরানো সকাল টারে
ভুলিতে আমি চাই না।