অামি অাকাশ কে দিয়েছি বলে
অামি জোৎস্না কে রেখেছি বলে
তুমি অাসবে যে দিন সে দিন যেন
জোৎস্না উঠে তারা মিলে
অার গাঁথিয়ে রেখেছি মালা
অামি পড়াব তোমার গলে
তুমি এসো বন্ধু
তোমার মনে বসন্ত এলে।


অামি বাতাস কে দিয়েছি বলে
রঙ্গনাকে রেখেছি বলে
তুমি অাসবে যে দিন সে দিন যেন
রঙ্গনা ফোঠে সকালে
বাতাস যেন ছড়ায়,ফুলের সুবাস
তোমার স্বপ্নে গড়া নীখিলে
তুমি এসো বন্ধুু,
তোমার মনে বসন্ত এলে।


অামি ঝর্ন্না রেখেছি বলে
রংধনু কে দিয়েছি বলে
তুমি অাসবে যে দিন সে দিন যেন
রংধনু, না,হাড়ায় মেঘের তলে
ঝর্ন্না সেদিন যেন থেমে না থাকে
অভিরাম যেন সে বয়ে চলে
তুমি এসো বন্ধু
কোন এক পরন্ত বিকেলে।