আয় দাদুভাই গল্প শোনাই আজব দেশের কথা,
শুদ্ধ মানব নাই সে দেশে নকল ভরা তথা।
আসল মানুষ অল্প সেথায় নাই  তাহাদের মূল্য,
চালবাজি আর মূর্খ মানব তারাই জ্ঞানী তুল্য।


বেকার মানুষ অনেক আছে শিক্ষা সনদ ধারী,
রাজনীতিতে নাই তাহাদের দলীয় লোক ভারী।
সনদ নিয়ে কাজের খোঁজে ঘোরে পথে পথে,
কাজ মেলে না অর্ধাহারে বাঁচে কোনো মতে।


হাজার হাজার অভুক্তদের ব্যথা বুকের তলে,
আয় বাড়েনি ব্যায় বেড়েছে ভাসে নয়ন জলে।
কর্ম ছাড়া দিশাহারা নিরবে তাই কাঁদে,
জন্ম নিয়ে ধরার মাঝে পড়ছে যেনো ফাঁদে।


খিদের জ্বালায় দেহ বিলায় কিছু কিছু নারি,
বিত্তশালী রাজনীতিবিদ ঘোরেন দামী গাড়ি।
সেই দেশেতে মানুষ মরে প্রতি ক্ষণে ক্ষণে,
নিজের মতো ছুটছে সবাই কেউ রাখে না মনে।


কল্পলোকের গল্প নহে জন্মেছো সেই দেশে,
আয় দাদুভাই বদলে ফেলি বাঁচবে বীরের বেশে।
জীবনটাকে বদলে ফেলার সময় এখন এলো,
সমাজনেতার অনিয়ম সব বদলে সবাই ফেলো।