কেউ চায়নি
আমার জন্ম হোক।
ডাক্তার বদ্যি অষুধ পত্তর
অনেক তো হলো,
তবুও চোখ ঠেলে নিশ্বাস রোধ করে
সমস্ত শরীর দিয়ে জন্মদিলে
আমার জন্মদাতা.


কেউ চায়না
আমার জন্ম হোক।
সবার চোখে জল
অশান্ত অগ্নি শিখা
আমরা তো জন্মেই অনাথ।


নেই কোনো বাড়ি, নেই কোনো ঘর
বা কেউ আপন হয়তো বা পর
কখনো বা বেল,নীম কখনো বা ব ট
নিস্তব্ধ পোড়ো বাটি বা নদী তট।


যদি ভাবি তোমার কাছে যাব স্পর্শ পাব
শরীরের গন্ধে ছুট্র আসে শয়তান
ধূপধূনো ঝাড়ুর বারি সাথে মাদলের তাল
অসহ্য বাক্যবান, শরীরে শরীরে আঘাত


কেউ চায়না
আমার অস্তিত্ব থাক।
তবুও জন্ম আমার অসহ্য বেদনায়
মৃত্যু জননী জঠরে.আনন্দ উত্সবে।


জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে?