বলেছিলাম ঘূর্ণিঝড় আমি, বোধ হয় ভুলে গেছিস তোরা
অথবা ভেবেছিস চিরকাল শান্ত রব, স্নিগ্ধ ঝর্ণাধারা
না হয় এবার জলোচ্ছ্বাস হব, কিংবা হারিকেন
তবে সব কিছু ভেঙে চুরে ফেলার এখনো যায়নি অভ্যেস
কোনো দিন ক্ষণ সময় মানবোনা আমি, মানবোনা কোনো বাধা
আমার ধৈর্য দেখেছিস শুধু, এবার দেখবি আমার চোখ নেই আর বাধা
ঘৃণা, ক্ষোভ, নৃশংসতা দিয়ে সাজিয়েছি আমার চিত্ত
রাগ আর শক্তি আমি বাড়িয়ে চলেছি নিত্য
খবরদার প্রশ্ন করিস না, আমার কি যায় আসে?
তোর স্বপ্ন, ভাবনা, হাত আর নিশ্বাস এ আমার ছোঁয়া আছে
দেখ চেয়ে আজ খুশির দিনে আকাশ কেমন কাদে!
আমারো এমন অনুভুতি হয় জোছনার প্রতিটি চাদে!