জানতে তুমি আমি কোনো পাত্তা দেইনা
তবু পিছে পিছে ঘুরেছিলে এই আমার!
বলতে তুমি "দেখো, আমি কক্ষনো যাবো না"
কভু মিছে মিছে বলেছিলে সেই তোমার?
.
একে একে দিনের পর দিন জ্বালিয়েছিলে বারবারই!
ঝুঁকে ঝুঁকে আমায় দিকহীন করেছিলে, হে ছলনাময়ী!
ধুঁকে ধুঁকে দিশেহারা আমি, কবর আমাকে ডাকছে কি?
রোগে শোকে কায়াহারা এই নাগর এবার মরলোই বুঝি!
.
তুমি বিশ্বাসঘাতিকা, কুকুরের চেয়েও তুমি অধম এক নারী,
আমি গর্দভ ছাড়া কিছু না, তোমায় করেছিলাম হৃদয়রাণী!
জেনে রাখো, হে মিথ্যাবাদীনি, আমি আর কাঁদবো না!
পাবে নাকো, এমন জীবনসঙ্গী, ফিরে আর এসো না!
.
▬▬
[#উৎসর্গ: সেইসব ভাইদের, যাঁদের জীবনে ছলনাময়ী বিশ্বাসঘাতিনী কারো আগমন ঘটেছিল। ]
▬▬
.
#লেখার_ সময়কাল:
⚫ ২০শে মে, ২০১৭ ঈসায়ী⚫
🕙রাত -১০:০৫টা🕙