পথের ঠিক শেষ দিকে তাঁকিয়ে দেখো
অনেক পথ এখনও বাকি
জানালা দিয়ে বর্ষার সুখ দেখা যত সহজ
জীবনকে শুধরে নেয়া ততোটাই কঠিন।
ছাই রঙ হতে
অস্তগামী সূর্যটাও একটু সময় নেয়
তুমি না হয় আর একটু সময় নিয়েই নাও
আমিও সঙ্গী হবো-
শেষ বিকেলে ঘরে ফেরা ত্রস্ত পাখির মতো।
ভুলগুলো শুধরে নিতে
নিজেকে বারবার পরখ করে দেখো
আর কেউ জেগে না উঠুক
দেখে নিও-
ইতিহাস থেকে শিক্ষা নেয়া প্রজন্মের শেষ ঠিকানায়
একজন পথিক বসে থাকবে
তোমার অপেক্ষায়।