কৃষকের আল
শ্রমিকের হাল,
ওরা ছাগলের চতুর্থ সন্তান,
অন্ধের কিবা দিন
কিবা রাত
কে নেয় সংবাদ;
সবাই আলোর
কাছে যায়
রাতের অন্ধকূপে
কে নিজেরে হারায়ঃ
শোন হে জোনাকি ভাই
রাতের তারার দেশে
তোমার কেউ খোজ নেয় !
তোমাদের খবর
কাগজে আসেনা
হাওয়ায় ভাসে
ধানের শীষে।
হাজার মানুষ মরে
মানুষেরই বিষে,
কীটনাশক ভারে
কত যে কীট মরে,
কাগুজে ঠোঙ্গার ছিদ্র হতে
উকি মারে মৃত্যু ফরমান...।।