সে দিনের চন্দ্রালোকিত রাতে বাবাই নদীর তীরে
দুটো ছায়া শুয়েছিল
এক অনিকেত সংকেতে নদীতে জোয়ার ছিলো-
অস্বস্তিকর আগুনে পুড়ে পুড়ে ছায়া হয়ে নেমেছিল
রাত,
পাহাড়ও শুনেছিল চুপচাপ বধিরের মতো।
বর্ণান্ধ রাতে সবুজ গায়ে মেখে এসেছিল গন্ধবকুল,
কোমল ঘাস মাটি আর ফুলেরা ধূসর আর অবনত ছিল।
সাদা পাথরের মতো আমি ঘুরে ঘুরে চন্দন হয়েছিলাম।
তুমি কি যেনো খুঁজতে খুঁজতে নদীতে
নেমেছিলে,
আহা! চন্দ্রাহত সে রাত ভুলি কি করে!