রাস্তার ধারে রাত দুপুরে,
দুঃখে কাটে রোজ!
খিদে পেটে কভু জুটে,
উচ্ছিষ্ট সব ভোজ!


হাটে মাঠে ময়লা ঘাটে,
বস্তা কাঁধে তার,
কাগজ, প্লাষ্টিক কুড়িয়ে ঠিক,
মনটা থাকে ভার!


মন্দ লোকে গায়ে ঠেঁকে!
মন্দ কথা কয়!
স্বার্থ ছাড়া নিঃস্ব তারা,
দেখায় যত ভয়!


মাদক সন্ত্রাস রাজত্ব ত্রাস,
রক্ত চক্ষুর হাঁক,
ছিনতাই খুন! দিচ্ছে আগুন!
মানুষ পুড়ে খাক!


অন্যায় পথে ছুটে সাথে,
পুলিশ ধরে ঘাড়,
পালের গোদা পালায় হেথা,
আইনের নাই ছাড়!


টোকাই জীবন দমন পীড়ন!
বেঁচে থাকা দায়!
আঁধার পথে কেবা সাথে?
নাই কোথাও ঠাঁই।


কেউ বলেনা! চাঁদের কণা,
বুকের মানিক ধন!
আয়রে বুকে! আগলে তোকে!
জুড়াক মায়ের মন।


রাগ অভিমান পাহাড় সমান,
মানবে কেন হার?
স্বপ্ন দেখার ইচ্ছে সবার,
মিছেই শুধু তার!