চৈত্রের শেষে তাপে ভাসে রৌদ্র স্নাত দিন,
গরম শ্বাসে ঘামটা মিশে হচ্ছে জীবন লীন।
শরীর বেহাল জ্যামে নাকাল গাড়ীর যত চাপ,
বৃষ্টি আকাল মন্দ কপাল বাঁচতে ছেড়ে হাঁপ!


গাছে পাখি নাকটা ডাকি দিচ্ছে অলস ঘুম!
মেলবে আঁখি ডানা ঝাঁকি নেইতো তাহে ধুম।
স্থবির জীবন রোদের শাসন মুখ লুকিয়ে সুখ?
সুনীল গগণ ভানুর যাতন আগুন জ্বলা বুক।


ফুল কাননে তপ্ত দিনে নেতিয়ে রয় গাছ,
মন গুঞ্জনে মধুর টানে লাগে নাতো সাজ।
ভ্রমর লুটে রোদে ছুটে বিযম খেয়ে দম,
রেণু ঘেটে আশা টুটে জুটলো মধু কম।


রোজটা এতো রোদ রাজত্ব স্বস্তি খুঁজে প্রাণ,
প্রাণটা রিক্ত হোকনা সিক্ত জাগুক মেঘে বান।
ধরার মাঝে উঠুক তেজে প্রাণ তিয়াশী ঝড়,
প্রলয় নাচে আগুন আঁচে দিক ঠাটিয়ে চড়।