পুরুষ নারী তর্ক ভারী,
দ্বন্দ্ব জমে ক্ষীর!
মেরে তুড়ি গর্ব করি!
রাখলে উঁচু শির।


পুরুষ সেতো সি়ংহের মতো,
জাতে রাজা হয়!
সাহস স্ফীত নয়তো ভীত,
বীরের খেতাব লয়।


নারী বলে নির্বোধ ছেলে,
দেখছি বড়াই বেশ!
পেশীর বলে চোখের তলে,
সেদিন কবেই শেষ।


নারী মাতৃ জগত ধাত্রী,
ধরিত্রী তার নাম।
পুরুষ পিতৃ জীবন ছত্রী,
হেথায় কেবল দাম।


নারী ছাড়া পুরুষ খোঁড়া,
ধনুক বিহীন তির!
হলে সেরা নারীর দ্বারা,
কেমন মহান বীর!


যদি হারো কান্না জুড়ো,
লাগলে কথা গায়!
নিন্দা করো অন্য কারো,
নারীর চর্চা তাই।


লজ্জা ভীষণ নারীর ভুষণ,
লাজে রাঙা মুখ।
মায়ার বাঁধন জড়ায় ভুবন,
ধরায় আনে সুখ।


তর্কে মিছে দুদল পাছে,
হারে জিতে সার।
পুরুষ পিছে নারীই আছে,
আসল কর্ম তার।


নারী পুরুষ মানলো আপোষ,
কেউ আলাদা নয়।
বুলায় পরশ হৃদয় হরষ,
জীবন মধুর রয়।


লড়ছে নারী সমান সারি,
কাঁধে রেখে কাঁধ।
জীবন তরী উজান ধরি,
পুরুষ দিলো সাথ।