///ফরাসীয় রীতিতে সনেট///


হা - হাসিতে ভুবন মোহে      আপন স্বপন,
সি - সিক্ত নীলাম্বরী সাজে   মুক্ত এলোকেশী,
তে - তেজতে আনন্দ বাহে   নয়নে সরসী,
ভূ - ভুতলে নিসর্গ প্রেম        মোহিত লগন।


ব - বদনে চমকি উঠে          প্রণয় ভুষণ,
ন - নব উচ্ছাসি নিকুঞ্জ        পরাণ উষসী,
মো - মোহিনী রূপেরি ঝাঁপি শিহরে হরষি,
হে - হেমলতা খেলে দোল     হৃদে অনুক্ষণ।


আ - আকুলিত মনে রাঙে    চাঁদোয়া নিশুতি,
প - পরাণে অনল জ্বালে      মুরলী সারথি।


ন - নন্দন কাননে অলি         জুড়িল গুঞ্জন,
স্ব - স্বপ্ন সাধে ফুলকলি        মেলে শতদল,
প - পশিল বীণাতে প্রাণ       লাগিয়ে কাঁপন,
ন - নন্দি ছন্দে বাজে তাহে   ধামসা মাদল।