প্রতিদিন আমাকে নিস্তব্ধতার প্রান্তরে দাঁড় করিয়ে চলে যাও।
তোমার আবেগের জলোচ্ছ্বাস, শব্দবিন্দুরা আমাকে ভাসায়
আমাকে ডুবায় মহাসাগরের অতলে।
আমার ভাসতে ভালো লাগে,
ডুবতে ভালো লাগে
নিস্তব্ধতার প্রান্তরে দুহাতে আলিঙ্গন করি একাকীত্ব।
আমি ভারি পাথর হয়ে উঠি।
সূর্যের দুর্নিবার তেজ গ্রহণ করি বুক পেতে
দাবানলের মতো পুড়ি।
অবোধ বালিকার মত পোড়া কাঠ জলে গুলে ছবি আঁকি
কালো,
তোমার হৃদয় ঐশ্বর্য্যের অব্যক্ত ছটায়
তাতে রামধনু রং লাগে।
প্রাণ জাগে।

আমি ভীত হই
তোমার প্রশংসায় যদি ফিরে দেখি তার মুখ
চিরদিন মনে রবে
সৃষ্টি হারিয়ে যাবে।
অনাথ করে রাখি তাকে,তুমি ভালবাসা দিও।
নিভৃতে কাছে টেনো, কখনও না ফিরিও ।

তুমি তো জানো,
শিল্পের জন্ম হয় শিল্পীর ঘরে
সে লালিত হয়, পালিত হয় পৃষ্ঠপোষকের অন্তরে।