তুমি প্রমিত বেশ,
প্রবল শুদ্ধশ্বর ;
প্রচন্ড গ্লানিতেও ঘামনি,
হৃদয়ে মাখোনি সামুদ্রিক নোনা জল।
কাঁচাখেকো মৃগীর রেশ,
মুছে ফেলেছো কবে!
কাঁচাখেকো মৃগী এক,
আমার প্রথম বাবা!
আমি তোমাদের শারীরিক প্রবন্ধ
অথবা গ্লানি ;
যে গ্লানিতে একজন ঘামময়
অন্যজন ঘামহীন, প্রমিত, শুদ্ধস্বর।


আমার দ্বিতীয় বাবা,
বেশ রাবিন্দ্রীক!
সমাজ সচেতন -
সামাজিক কীটে সারে ভোজন ;
প্রমিত উচ্চারণে
যে আমার নাভিশ্বাস,
উৎকট শাব্দিক ঘ্রাণ যেন -
"এ জারজ, বেজন্মা, কাঁচাখেকো মৃগী,
বল - শতদলে কটি পত্র "


শেষতক আমার প্রমিত হওয়া হয়নি!
কাঁচাখেকো মৃগীই রয়ে গেছি!
তবু সুখী এই ভেবে -
"আমার দ্বিতীয় বাবা,
তোমার অহংবোধের শরীরে আমার জন্ম হয় নি! "