এ কথা ভাবলে ভুল হবে
শুধু কাঠুয়া বা উন্নাতেই ধর্ষণ হয়েছে
ঘরে ঘরে নিষ্পাপ মেয়েরা এখন
প্রতিনিয়ত ধর্ষিতা।


বাবা-কাকা মামা-দাদা-ভাই
প্রতিবেশী কালু অথবা কানাই
ওঁৎ পেতে সুযোগসন্ধানী সবাই।


ভাবতে অবাক লাগে
একদিকে গনমাধ্যমে নগ্ন হয়ে
সভ্যতার জেল্লা দেখানোর শ্লাঘা
অন্যদিকে অশ্লীলতার বিরুদ্ধে
মানবতার মড়া কান্না।


সহানুভূতিশীল সম্পাদকীয়র পাশেই
ব্রা-লেস অভিনেত্রীর কামুক আমন্ত্রণ
মিডিয়ার সশক্ত জালে সমর্পিত
অসহায় উত্তেজক দেহ-মন।


প্রদর্শন-প্রতিবাদ-্শ্লোগান চলতে থাকবে
মিছিলে মোমবাতি জ্বলতে থাকবে
নেতারা অন্ধকারে সেই আলোয়
ভোটের রুটি সেঁকতে থাকবেন।


আর আমরা?
আমরা কপাল ঠুকে কাঁদতে থাকব
নীরবে নিভৃতে অসহায় চিত্তে
আমরা লুকোচুরি খেলতে থাকব
পদপিষ্ট মানবতার সঙ্গে।


সভ্যতার এই সংকটকালে
জ্বলে উঠতে হবে সবাইকে
মানবীয় মূল্যবোধের অগ্নিমন্ত্রে
শৌর্যে-বীর্যে-তেজে শাসন-তন্ত্রে।


পরিবর্তন চাই পরিবর্তন--সর্বাত্মক
আহারে বিহারে ব্যবহারে
শিক্ষা-সংষ্কৃতি সাহিত্য-বাসরে
আজ চাই এক সর্বাত্মক বিপ্লব--
এ নিউক্লিয়ার রেভোল্যুশন।