সন্ধ্যা মালতী চোখ মেলে চায়
ধরা ভাসে জোছনায়
বিরহের বীণা সুর তুলে বলে
তুমি কোথায় তুমি কোথায়!


বেঁধেছি কবরী সযত্ন করি
গেঁথেছি গুঞ্জমালা
পল গুনে গুনে মন উদ্বেল
সাজায়ে বরণ ডালা।


মনের আকাশে তব ছবি ভাসে
জাগে অনিন্দ্য রূপ
কী বা তুমি চাও এসে বলে যাও
মধুময় মনোভূপ।


এই কথা ভেবে তন্দ্রার ঘোরে
চোখ মেলে চেয়ে দেখি
দু'বাহু বাড়িয়ে সামনে দাঁড়িয়ে
আমাকেই চাও না কি।