আমরা দক্ষ কারিগর
বাংলা মায়ের দামাল ছেলে
সবাই যুগন্ধর।


আমরা গুলি করি, বোমা বানাই
এক নিমেষে লাশ ফেলে দিই
আগুন লাগাই রক্ত ঝরাই
নাই কোন ভয়-ডর
আমরা দক্ষ কারিগর।


আমরা সবাই নিরপেক্ষ
নিই না কারো পক্ষ
যখন যে দল শাসন করে
তার তোষণই লক্ষ্য।


মোদের চাকরি-বাকরি নেই
তাই বিচার-বুদ্ধি নেই
দু'চার পয়সা পার্টি করে
তা-ও যদি পাই
খরচ করি দেদার মনে
মদের বোতলেই।


আমরা লালের হয়ে কাজ করেছি
এখন সবুজ দল
গেরুয়াও গায়ে দোব কাল
আমরা যে নির্দল।


গোরু মেরেও জুতাদানে পাপের কিছু নেই
তার ওপর সাইকেলে চড়ে রোজ স্কুলে যাই...


দাদা এ সবে চিড়ে ভিজবে না
গিরগিটির মত রং পাল্টালে
সমাজটাতো পাল্টাবে না।


আজ বদল চাই বদল
কাজের জন্যে হাঁ করে লক্ষ যুবকদল
সভ্যভাবে বাঁচার জন্যে সভ্যতাও চাই
এখনই তাই সমাজে এক যুগবিপ্লব চাই।