উঠোনের সামনে আম গাছটা
মাথা তুলে ঠায় দাঁড়িয়ে থাকবে।
স্নিগ্ধ আশ্বিনের কাকভোরে
ভোলা বোষ্টম খোলা গলায়
শুণিয়ে যাবে, প্রভাত হইল...।


পুকুর পাড়ের গন্ধরাজ
ঝরা ফুলের গন্ধ ছড়িয়ে দেবে
নির্মল জলের উর্মিমালায়।
ফোটা করবীর ডালে বসে
নীলকণ্ঠ চেয়ে থাকবে ঊর্দ্ধপানে।


অমাবস্যার নিথর নীলাম্বর
অসীমের গান শোণাবে
"অমৃতস্য পুত্র" আমি
চলে যাব অমৃতের এষণায়।


আমি চলে যাব, চলে যাব
চেতন-অবচেতনের তটরেখায়
সাষ্টাঙ্গে শুয়ে পড়ব মহানিদ্রায়
আমি চলে যাব নিজ নিকেতনে।