স্বপ্নে দেখি মেঘের দেশে বসেছে এক সভা
আলোয় আলোয় ভরে গেছে অপূর্ব তার শোভা।


সভাপতির আসন জুড়ে ইন্দ্রদেব বসে
পৃথিবীগ্রহের সবাই আছে নোতুন শুভ্র বেশে।


সব দেশেরই মানুষ আছে আছে পশু পাখি
আলোচ্য বিষয় নাকি কী করে ভালো থাকি।


পশুরা সব নালিশ জানায় মানুষ জাতির নামে
বাঁচা নাকি দায় তাদের অত্যাচার উৎপীড়নে।


মানুষ নামের নেই যে যুক্তি নেই যে গরিমা
হিংসা দ্বেষ বর্বতার নাই যে কোন সীমা।


মিথ্যা কথা বলি না আমরা করিনা ছলনা
ঘুষ নিই না স্ক্যাম করি না নেশাও করি না।


এ সব করে মানুষ কেন নিজেকে সভ্য ভাবে
আমরা যদি কাপড় পরি তাহলেই কি হবে।


কিছুক্ষণ চিন্তা করে মানুষ জাতি বলে
আমরা এবার মানুষ হব শুভ পথে চলে।


ইন্দ্রদেব বলেন তাহলে কাজে প্রমাণ দেখাও
নাহলে আবার পশু হবে যেখানেই জন্মাও।


স্বপ্ন কভু সত্য হয়, স্বপ্ন কথা কয়
জন্ম যদিও অবচেতনে, অবচেতনেই লয়।