নীরবে এলে নীরবে গেলে
রেখে গেলে কিছু কথা
তনু-মন মোর করিলে বিভোর
মুছে দিয়ে যত ব্যথা।


গোপনে বিজনে ভালোবেসে
রেখে গেলে সুখস্মৃতি
নিশিথে-দিনে স্মরি যে সতত
মধুমাখা সেই প্রীতি।


ভুলিনি ভুলিনি ভুলিনি তোমায়
ভুলিব না কোনকালে
তোমার সেবায় তোমারে পূজিব
ইহকাল পরকালে।


আজও জানি আছো সাথে সাথে
সন্ধ্যা-সমীরে রাঙা প্রাতে
অপরাহ্নেরই খরতাপে
সুস্মিত  বন বিথীকাতে।


দেখা হবে জানি হবে দেখা
যেখানেই থাকো চিরসখা
মঙ্গলে চাঁদে অথবা যে গ্রহে
আঁকিছ এখন কালরেখা।


তুমি চিনিবে চিনিবে মোরে
দেখে, ললাটে জয়ের টিকা
এঁকেছিলে স্মিতাননে
যেদিন প্রথম দেখা।


**কবিতাটি আমার পরমারাধ্য গুরুদেবের মহাপ্রয়াণ
    দিবস ঊপলক্ষ্যে অর্ঘ্যদান**