দাঁড়াও নদী প্রশ্ন আছে
    যাচ্ছ কোথায় অবিরল
কবে তোমার চলার ইতি
    কোথায় তোমার লক্ষ্যস্থল।


লক্ষ্য আমার সাগর জল
    চলি বিরামবিহীন
অথই জলে মিলেমিশে
    সবশেষে হব লীন।


চলাই জীবন চলতে থাক
     সেবায় কর্মে জ্ঞানে
সব ভাবনায় তাকে তুমি
     রেখো মনের কোণে।


বিন্দু তুমি সিন্ধু পাবে
     সকল চলার শেষে
অপার আলোর অশেষ দ্যুতি
     আছে সেথায় মিশে।