ধর্ষিতা পুড়ে ছাই
মরতে মরতে বলে গেছে
আমি আরও বাঁচতে চাই।


সবাই বাঁচতে চায়।
অশিতীপর বৃদ্ধ
মৃত্যুশয্যায় রোগী
সাধু অথবা ভোগী
সকলে বাঁচতে চায়।


এই বাঁচার জন্যেই তো
সমাজ শিক্ষা সংস্কৃতি
তবে কেন অকালে ঝরছে
লক্ষ লক্ষ ফল ফুল
নেই কি এর কোন ইতি?


পৃথিবী কেন বোবা আজ
মন কেন নির্বিবাদী
কে দায়ী? দায়িত্ব কার?
সমাজের। আমার,আপনার।