আজ এ কী হল, এ কী হল
আজ এ কী হল, এ কী হল!


ধনে যে মন বিকিয়ে গেল
যন্ত্রে যন্ত্রী হারিয়ে গেল
মনের কুসুম অকালে যে
অকারণে ঝরে গেল।


নীতির গীতি কে শোণে
ঠগ বাছতে গাঁ উজাড়
নেতার রীতি কে বোঝে
কাটমানি যে কণ্ঠহার।


পাশের বাঁধন রিপুদহন
জ্বালায় বিবেকবুদ্ধি যে
ভোগলালসায় ভ্রষ্ট হয়ে
উদভ্রান্ত হচ্ছে কে।


ছুটছ কোথায় লক্ষ্য কী
দাঁড়াও খানিক ভাবই না
ভেবেছ কি মানুষ তুমি
ভোগের পেছন ছোট না।


প্রীতিপুষ্প ফুটবে আবার
প্রেমের প্রদীপ জ্বলবে
এই ধরাতেই অচিরেই
স্বর্গ নেমে আসবে।