এক যে ছিলো রাজকন্যা
সোনার বরণ গা
আঙুলগুলি চাঁপার কলি
আলতা-রঙা পা।


একদিন সে নেচে নেচে
মধু নিয়ে বুকে
মধুর হেসে বধুর বেশে
ভাসল আমার চোখে।


দীর্ঘ তনু মুক্তকেশী
মুক্তদন্ত হাসি
তুফান তুলে অন্তস্তলে
স্বপ্ন রাশি রাশি।


মনের মাঝে তারই ছবি
তারই কথা ভাবা
যে করে হোক পাবোই তাকে
সে যে মনের জবা।


পাহাড় থেকে লাফাতে পারি
ঝাঁপাব আগুনে
আকাশ থেকে তারা আনব
পাই যদি জীবনে।


যখন, শত শত অমন কথা
ভেবে পাগলপারা
হুঁশ এলে দেখি কন্যা
স্বপ্নে হল হারা।


স্বপ্নে রচি মনের জগত
স্বপ্নে থাকি বেঁচে
বাস্তবেতে ফিরে ভাবি
ভাবছিলাম সব কী যে!!