লক্ষ আলোকবর্ষ দূরে অজস্র গ্রহ তারকা
মঙ্গল অথবা শনি অশ্বিনী বা বিশাখা
একের মনে এক বিন্দুতে সবই আছে রাখা।


স্বর্গ নরক পাপ বা পুণ্য জল-স্থল নভ অরণ্য
অনন্ত ব্রহ্মাণ্ড অথবা মহাশূন্য
সর্বত্র সে-ই আছে সবে আছে মাখা।


বিশ্ব মাঝে যত বাণী যত শব্দ যত ধ্বনি
রুগ্ন মুখ ভগ্ন দশা অথবা রূপের লাবণী
সবেতেই সে-ই আছে জানি, আমি মানি।


বিশ্ব রঙ্গমঞ্চে তাই ভাববার কিছু নাই
নিষ্ফল চিন্তা ছেড়ে তব ধ্যান ধরে যাই
তুমি যার সব তার, দুঃখ-শোক নাই গ্লানি।