ভোরের পাখী শুণিয়ে গেল
               কণ্ঠ ভরা গান
তুমি নাকি আসছো এবার
          করতে ধরায় ত্রাণ।


যুগ যুগ যে কেটে গেলো
     তোমার আসার আশে
ধরায় ধরা দাও গো এবার
     মরছি যে ভয়-ত্রাসে।


তারক ধারক পরিত্রাতা
    সকল জীবের হে বিধাতা
আঁধার ধরায় আলো ঢালো
     ঘুচাও জীবের সকল ব্যথা।