হিংসার জ্বলন্ত লাভায়
মনুষ্যত্বের আভা যে আজ
ঝলসে যায়--
লালসার লেলিহান শিখায়
অন্তহীন কামনা বাসনায়
মানবতা মৃতপ্রায়।


বিবেক! এখনও কি তুমি
পিঠ পুড়ে যাচ্ছে বলে
নিশ্চিন্তে ফিরে শোবে?
অদৃষ্টের হাত ধরে
অন্ধকারে হাঁতড়ে বেড়াবে
নির্বিকার চিত্তে?


অনেক সহ্য করেছ আর নয়
ওঠো বিবেক, জেগে ওঠো
জাগাও সবাইকে
দাঁড়াও মেরুদণ্ড সোজা করে
দাঁড় করাও মানুষের সমাজটাকে
ক্ষয়িষ্ণু  মানবতাকে।