কল কলা কল ছলাৎ ছল বইছে নদী নালার জল
মেঘের মুখ যে কালো হাঁড়ি ঝরছে ধারা অবিরল।


ক্বড় ক্বড় ক্বড় ক্বড়াৎ ক্বড় বাজ পড়ছে সঙ্গে ঝড়
মড় মড় মড় ভাঙছে গাছ কেনারামের কাঁপছে ধড়।


উলুবনে ফুল্লমনে ডাকছে ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ
পুকুর থেকে উঠছে ডাঙায় শিঙি মাগুর কই ও চ্যাঙ্।


চাষী ভাইরা গানে গানে ব্যস্ত কাজে আপন মনে
জাল ফেলছে জেলেরা সব রুই কাৎলা আনবে টেনে।


মোড়ায় বসে মেধো খুড়ো পান খাচ্ছে আমেজ করে
ছোঁড়ারা সব দল বেঁধেছে গান ধরেছে এই প্রহরে।


কদমবীথি হাসছে ফুলে ভেজা কপোত মুখটি তুলে
দোলায় বসে দাদুর মুখে দেদার গল্প পড়া ভুলে।


এসো মিলেমিশে এমন দিনে বসি সবাই একাসনে
এক করে মন এক করে প্রাণ এক হই তার জয়গানে।