মৃত্যু যদি মুছে দিত জীবনের পাপ
সে মৃত্যু সুখের হত, হত না সন্তাপ।
চিতাগ্নিতে জ্বলে নাকো মনের কল্মষ
ভস্মীভূত হয় শুধু পার্থিব দেহ-রস।
ভালো-মন্দ সংস্কার যত মিশে থাকে মনে
পুনঃ পুনঃ ক্ষয় হয় জীবনে মরণে।
মৃত্যু মানে শেষ নয় পুনঃ শুরু করা
জীর্ণ বস্ত্র ফেলে দিয়ে নব বস্ত্র পরা।
মৃত্যু আছে তাই আছে জীবনে কদর
তা না হলে এ ধরায় কে পেত আদর?
মৃত্যুর ও মৃত্যু হয় মহামৃত্যু হলে
পরমাত্মা যদি মিলে সাধনার বলে।


কবিতাটি প্রিয় কবি শ্রী রনজিৎ মাইতিকে উৎসর্গ করলুম।