কবিতা কি শুধু শব্দে-জব্দ ছন্দহার
কল্পনা লতায় গাঁথা অর্থহীন উপহার!


কবিতা ভাবসিন্ধুর অতল থেকে
তুলে আনা উজ্জ্বল মণিমুক্তা
আদর্শ মানুষ ও সমাজ গড়ার
অনন্য কাব্যিক বারতা।


কবিতায় মানবতার গান চাই
মৃতপ্রায়ের প্রাণ চাই
ত্রিতাপদগ্ধ ধরণীতে
শান্তি-বারির সিঞ্চন চাই।


শুধু নিছক আটপৌরে আবরণ নয়,
মূল্যবান আভরণও চাই
অলস স্বপ্ন নয় সময়ের স্বপ্ন চাই
তাই কবিতার মত কবিতা চাই
কবিতার মত কবিতা চাই।।