কার তরে আঁখি ঝরে অনুপমা
উদাসী চোখে কাকে তুমি খোঁজ
কবরীবন্ধ কেন খুলে গেছে
কার তরে তুমি জেগে আছো?


দগ্ধ হৃদয়ে রাত শেষ হলো
অপলক দু'টি আঁখিপাতা
কার পথ চেয়ে কাল গুনে গুনে
অধীর তোমার সকল সত্তা।


তবু সে এলো না মন বুঝিলো না
কত যে কঠোর সেই মনোচর
কাঁদিয়েই বুঝি আনন্দ পায়
বোঝেও বোঝে না মনের খবর।


বলনা তোমরা কোথায় থাকে সে
কাছে আসে না ধরাও দেয় না
তবু ভালোবেসে উতলা করে সে
এক করে দেয় হাসি ও কান্না।


সকল কান্না শেষ হয়ে গেলে
আসবে দেখ সে বরের বেশে
প্রাণ ঢেলে ভালোবাসবে তোমাকে
মধুর মিলনে প্রীতিরসে।