ও মন মঠ-মসজিদ্ সব দেখলি
নিজেকে তুই দেখলি না
বাইরের চোখ বন্ধ করে
ভিতরের চোখ খুললি না।


দেশে দেশে তীর্থে গেলি
আত্মতীর্থে গেলি না
শয়ে শয়ে পুঁথি পড়লি
আত্মজ্ঞান যে পেলি না।


সব ছেড়ে তুই নিজেকে জান
তোর মনেই আছে নিদান
মন দিয়ে তার মন নিয়ে নে
আর কিছু যে লাগবে না।