নিশিভোরে ঘুমঘোরে কে গো এলে রূপময়
মনে হল চেনা চেনা আছে জানা পরিচয়।


স্মিত হেসে ভালোবেসে প্রশ্ন তোমার কেমন আছি
সূর্য ডোবে সিন্ধুকোলে পারের কড়ি  কিছু রেখেছি।


বলি আমি নাই কিছু মোর সঞ্চিত ধন শূন্য সমান
তোমায় ভুলে পুতুল খেলে জীবনটার যে বুঝিনি মান।


(বললে), "তরী আমি, কড়ি আমি, আমিই কর্ণধার"।
আমার চরণ  শরণ নাও করব পারাপার।


পুব আকাশে সূর্য হাসে হাসে কুসুমকলি
তোমার রথে আলোর পথে নিলে আমায় তুলি।