আমি মরলে তোমার কী হবে বলতো
ছেলেরাই বা দাঁড়াবে কী করে
এখনও অনেক কাজ যে অসমাপ্ত
মরে মরেও আমি বাঁচতে চাই তাইতো।


সব মিথ্যা কথা, আত্মপ্রবঞ্চনা মাত্র
আমার অবর্ত্তমানেও ছেলে বাঁচবে
রাতের শেষে ফুল ফুটবে
আনন্দে সবাই হাসবে দিবারাত্র।


সত্য স্বীকার করি বা না করি
মৃত্যুভয়ের কারণ আসলে অন্যত্র
ভীতি আমার চিরতরে ছেড়ে যাওয়া
নিজের জগৎ, মায়া-মোহে সম্পৃক্ত।


কুলঙ্গের সর্বাঙ্গে রাখা শ' শ' বই
পাতায় পাতায় আমার প্রীতি-স্পর্শ
নিজের বইয়ে উজ্জ্বল নামটা দেখার
বা অন্যকে দেখানোর অপার হর্ষ
এ...স...ব...


দেওয়ালে ঝুলানো জীবন্ত যৌবন
এলবামে জীবনের যত সুখস্মৃতি
সামনের বাগান, পেছনের পুকুর
অপত্যের প্রত্যয় প্রেয়সীর প্রীতি
এ...স...ব...


যেখান থেকে আসি যাই সেখানেই
মাঝে শুধু অলক্ষ্যে রং-রূপ বদলাই
বুঝেও বুঝি না এ তত্ত্ব, তাই ভীত হই
মৃত্যুঞ্জয় সহজ নয় তবু কেন বার বার
মরে যাই মরার আগেই।