এমন কথা ছিলো না তো
আসবে গভীর রাতে
যূঁই-মালতীর গন্ধ মেখে
শিউলি ঝরা পথে।


তবে কি মোর মনের ব্যথা
বাজলো তোমার প্রাণে
নীরব পায়ে এলে তুমি
গভীর সঙ্গোপনে।


জ্যোৎস্না-ঝরা অবনীতল
মধুক্ষরা মলয়
সহস্রায় সাজানো বাসর
রাধিতে মধুময়।


এলে যখন কৃপা করে
বসো হৃদয় মাঝে
সাজাই তোমায় অনুরাগে
মনের মতো সাজে।


যা আছে মোর সবই দোব
নাও গো উজাড় করে
এই প্রণতি রাতুল পায়ে
থেকো আমার ঘরে।