তোমার ওই রাঙা চরণ ধরি, ওই রাতুল চরণ ধরি
আমি পেরিয়ে যাব ভবসাগর আনন্দে সন্তরি।


আমার সকল দুঃখের শেষ রেখাটি ওই চরণে আঁকা
সকল জ্বালার শান্তি-কলস ওই চরণেই রাখা।


শ্রদ্ধা-ভক্তি-ভালোবাসার সাজিয়ে রঙের ডালি
আমি ওই চরণই রাখব ধরি সকল শক্তি ঢালি।


মরুভূমির দহন দাহে শীতল শৈত্য বায়ে
থাকব আমি সেই চরণের শান্ত মধুর ছায়ে।


এ সংসারের নিত্যদিনের সদা সকল কাজে
রাখব ধরে ওই শ্রীচরণ আমার হৃদয় মাঝে।


জীবন লীলার সকল খেলা সাঙ্গ হলে ভবে
সেই চরণে ফিরে যাবো তোমার আশিস লভে।


কৃপা করো হে কৃপাময় এই মিনতি করি
সুখে দুঃখে থাকি যেন ওই শ্রীচরণ ধরি।