কলির কালঘুমে আচ্ছন্ন আমি
ঘোলাটে চোখে সব কেমন
ধোঁয়াশা লাগছে।


ভালোবাসার রংচটা গোলাপগুলো
আজ হিংসার আগুনে ঝলসে গিয়ে
জিঘাংসার জলে ভাসছে।


মানবতার শবদেহ নিয়ে
গ্রামে-শহরে মৃত্যুর মিছিল।
কেমন এক বিতৃষ্ণার বিষাদে
কুকুর কাঁদছে মধ্যরাতে।


হারু কাকা হেঁসে বলছে, ঘোর কলি
মানুষের মনগুলো আজ মরে গেছে
ভোগসমুদ্রের কৃষ্ণ গহ্বরে
আত্মসুখের অতলান্তে।


তোমার ধ্যান ধরি প্রভু!
বুদ্ধি-মেধা শুদ্ধ করো
নির্মল আনন্দের সরোবরে
মানবতার শ্বেতকমল ফুটিয়ে দাও।